রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৬ ভাদ্র ১৪৩২

রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৬ ভাদ্র ১৪৩২

Radio Today News

সম্পর্ক জোরদারে শি`কে মোদির বার্তা  

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ৩১ আগস্ট ২০২৫

Google News
সম্পর্ক জোরদারে শি`কে মোদির বার্তা  

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রোববার (৩১ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতা সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনের আগে চীনের বন্দরনগরী তিয়ানজিনে বৈঠক করেন।‌

বৈঠক শেষে শি বলেন, ‌চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী অংশীদার। তিনি আরও বলেন, এই দুই দেশ একে অপরের জন্য হুমকি নয়, বরং উন্নয়নের সহযোগী।

আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দুই দেশের সম্পর্ককে পারস্পরিক আস্থা, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, চীন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি হয়েছে।

মোদি বলেন, “গত বছর কাজানে আমাদের গঠনমূলক আলোচনা হয়েছিল, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক দিকনির্দেশ দিয়েছিল। সীমান্তে সেনা সরানো পর শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ গড়ে উঠেছে।” সূত্র: সিনহুয়া

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের