শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩১ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

পণ্য আমদানি-রপ্তানি বিষয়ে ভারতকে চিঠি বাংলাদেশের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১০, ১২ আগস্ট ২০২৫

Google News
পণ্য আমদানি-রপ্তানি বিষয়ে ভারতকে চিঠি বাংলাদেশের

ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি নিয়ে আলোচনার জন্য দেশটির বাণিজ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ইস্যুতে বাংলাদেশ একটা সমাধানে পৌঁছেছে, ভারতের সঙ্গে এমন কোনো সমাধানের উদ্যাগ নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘সমস্যা সমাধানে ভারতের বাণিজ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছি একটি দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা উনাদের কাছ থেকে এখনো কোনো জবাব পাইনি। যতটুকু সংবেদনশীলতার সঙ্গে এটা অ্যাড্রেস করা দরকার, আমরা সেটা করছি। তবে এটা আমাদের একার সিদ্ধান্তে সমাধান হবে না, তাদের অংশ থাকতে হবে। তবে আমরা বাণিজ্য লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ করেছি ৬৩.৫০ বিলিয়ন ডলার। এর চেয়ে ভালো কিছু আমরা করতে পারবো। আমরা বাস্তবমুখী করে এটা নির্ধারণ করেছি।’ 

ভারত বাংলাদেশ থেকে তাদের স্থলবন্দর দিয়ে পাটপণ্যসহ কয়েকটি পণ্য আমাদানি বন্ধ করেছে। ভারতের নিষেধাজ্ঞায় আমাদের পণ্য রপ্তানি বিঘ্ন ঘটায় অর্থনীতিতে তা কি ধরনের প্রভাব ফেলবে জানতে চাইলে তিনি বলেন, ভারতের নবসীমা সমুদ্রবন্দর দিয়ে আমাদের রপ্তানি কার্যক্রম চালু থাকবে। আমরা আশা করি, এতে আমাদের রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না।  

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য পণ্য আমাদের খাদ্য ঘাটতি কমাতে সহায়তা করবে। ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজস্ব অর্থনীতিকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করিনি। আমরা আশা করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা বাণিজ্য ঘাটতি তাৎপর্যপূর্ণভাবে হ্রাস করে নিয়ে আসতে পারবো। 

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ, এটা ১৫ শতাংশ নামিয়ে আনতে দরকষাকষি চালিয়ে যাবে বাংলাদেশ। সরকার যেসব উদ্যোগ নিয়েছে এটা ১৫ শতাংশের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা থাকলেও এতটা অস্থিতিশীল নয়, যাতে ব্যবসা বাণিজ্যের ওপর প্রভাব পড়বে। তাই রপ্তানির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে সমস্যা হবে না।

উল্লেখ্য, ভারত সরকার সম্প্রতি বাংলাদেশের চারটি প্রধান পাটপণ্যের স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করে দিয়েছে, যা দুই দেশের বাণিজ্যে নতুন অশুল্ক বাধা তৈরি করেছে। সোমবার (১১ আগস্ট) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর ফলে, এখন থেকে বাংলাদেশি ব্যবসায়ীরা এই চারটি পণ্য শুধুমাত্র মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে রপ্তানি করতে পারবেন, যা পণ্য রপ্তানির সহজ পথকে কার্যত বন্ধ করে দিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের