রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৬ ভাদ্র ১৪৩২

রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৬ ভাদ্র ১৪৩২

Radio Today News

লাইফ জ্যাকেটে বাঁচলো ১৮ প্রাণ

ঢেউয়ের আঘাতে ১৮ জন যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৪, ২৬ জুন ২০২৫

Google News
ঢেউয়ের আঘাতে ১৮ জন যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি

মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে যায়। তবে গায়ে লাইফ জ্যাকেট থাকায় যাত্রীরা নদীতে ভাসতে থাকেন। এসময় পাশ দিয়ে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

বুধবার (২৫ জুন) বিকেলে আরিচা থেকে কাজিরহাট যাওয়ার পথে এই নৌ দুর্ঘটনা ঘটে।

শিবালয় থানার এএসআই আবুল কালাম বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে আরিচা থেকে একটি স্পিডবোট ১৮ জন যাত্রী নিয়ে পাবনার কাজিরহাটের উদ্দেশে রওনা হয়। মাঝ নদীতে গিয়ে প্রবল স্রোতে স্পিডবোটের তলা ফেটে যায়। এসময় স্পিডবোটে পানি উঠে গেলে যাত্রীরা চিৎকার শুরু করে। এক পর্যায়ে স্পিডবোটটি কাত হয়ে উল্টে গেলে ১৮ জন যাত্রী নদীতে ছিটকে পড়েন। এসময় পাশ দিয়ে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা এসে তাদের উদ্ধার করে। পরে তাদের কাজিরহাট নৌ পুলিশের মাধ্যমে পার্শ্ববর্তী চর থেকে গন্তব্যে পাঠানো হয়েছে। 

তিনি জানান, স্রোতে ভেসে যাওয়া স্পিডবোট প্রায় ছয় কিলোমিটার ভাটি থেকে উদ্ধার হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের