
সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকোর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। শুক্রবার বেইজিংয়ে সেনেগালের প্রধানমন্ত্রী উসমানে সনকোর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে লি ছিয়াং বলেন, চীন সেনেগালের সঙ্গে সংহতি ও সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি, সহায়তা অব্যাহত রাখা ও বাস্তবমুখী সহযোগিতা সম্প্রসারিত করতে আগ্রহী।
তিনি উভয় পক্ষকে বাণিজ্য ও বিনিয়োগ সহজ করার ব্যবস্থা ভালোভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
সোনকো বলেন, চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অসাধারণ সাফল্যে সেনেগাল মুগ্ধ। দীর্ঘদিন সেনেগালকে যে সহায়তা চীন দিয়ে আসছে তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি বলেন, সেনেগাল চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে চায়। সেইসঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় অর্থনীতি ও বাণিজ্য, জ্বালানি ও খনিজ সম্পদসহ নানা খাতে সম্পর্ক জোরদারে আগ্রহী।
রেডিওটুডে নিউজ/আনাম