
শুধু বাংলাদেশপন্থীরাই দেশের নেতৃত্ব দেবেন বলে মন্তব্যে করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ আজ চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ের পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এই বাংলাদেশ আর হাসিনার বাংলাদেশ নয়। শুধু বাংলাদেশপন্থীরাই এই দেশের নেতৃত্ব দেবেন।’
এ সময় শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নয় এনসিপি উল্লেখ করে সকল আঞ্চলিক বৈষম্য দূর করার আহ্বান জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ের কৃষক সমাজ এখনো অবহেলিত। আগামী দিনে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একসঙ্গে নিজেদের শামিল রাখবে এনসিপি।'
পরে ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদে জুমার নামাজ পড়েন এনসিপির নেতারা।’
এরপর দিনাজপুরে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করার পর চাতুর্থ দিনের কার্যক্রম শেষ করবে এনসিপি।
রেডিওটুডে নিউজ/আনাম