শনিবার,

০৫ জুলাই ২০২৫,

২০ আষাঢ় ১৪৩২

শনিবার,

০৫ জুলাই ২০২৫,

২০ আষাঢ় ১৪৩২

Radio Today News

ভোট নিয়ে অনেক ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে: জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৭, ৪ জুলাই ২০২৫

Google News
ভোট নিয়ে অনেক ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে: জামায়াত আমির

ভোট নিয়ে দেশে নানা ধরনের ষড়যন্ত্রের কাথা শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। ফ্যাসিবাদী আমলের নির্বাচন আর হতে দেয়া হবে না।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রংপুর মহানগর ও জেলা জামায়াত এই জনসভার আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু মৌলিক সংস্কার অত্যাবশ্যক। আমরা ইতোমধ্যে সেসব সংস্কারের কথা বলেছি। সেগুলো আদায় করে নিয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের অধীনে আরেকটি পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা মহান আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। কোনো প্রশাসনিক ক্যু হতে দেয়া হবে না, ভোটকেন্দ্রে মাস্তানি চলবে না, কালো টাকার খেলা সহ্য করা হবে না।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের