
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, শেখের বেটি পালায় কিন্তু জামায়াত পালায় না। শুক্রবার (৪ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
এটিএম আজহার বলেন, আবু সাঈদ দেশের স্বার্থে জীবন দিয়েছে। গত ১৬ বছর দেশে বাক স্বাধীনতা ছিল না, সীমানা নিরাপদ ছিল না। দেশকে আবার নতুন করে গড়ে তুলতে হবে। যারা মানবতার বিরোধী অপরাধের নামে হত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, যারা এ দেশ থেকে পালায় না তাদের দ্বারাই এদেশের গণতন্ত্র নিরাপদ। আমি আমার বাকি জীবন আল্লাহর দিনের উদ্দেশ্যে সোপর্দ করতে চাই।
এই জনসভায় রংপুর বিভাগে এটিএম আজহারুল ইসলামসহ ৩৩ প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবি জানিয়েছে দলটি।
এই জনসভায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পরেও জুলাইয়ের ঘোষণাপত্র দিতে না পারা অন্তর্বর্তী সরকারের সব চেয়ে বড় ব্যর্থতা।
বিভাগীয় এই জনসভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়াও জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
রেডিওটুডে নিউজ/আনাম