
বিচার ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য একটি ঐকমত্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার নবম দিনের সংলাপ শেষে এ কথা জানান তিনি।
ডা. তাহের বলেন, বিচার ব্যবস্থার কাঠামোগত সংস্কারের পাশাপাশি জনগণের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে হলে একটি নৈতিক ঐকমত্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় তারই একটি ভিত্তি তৈরি হয়েছে।
তিনি রাষ্ট্রপতির ক্ষমা ব্যবস্থার বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানান এবং বলেন, পূর্বে অনেক শীর্ষ সন্ত্রাসীকে রাষ্ট্রপতি ক্ষমা করেছেন, তবে ভবিষ্যতে যেন কোনো দাগি অপরাধী ছাড় না পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
তিনি আরও জানান, অপরাধীদের ক্ষমা নিয়ে সুপারিশ করার জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠনের প্রস্তাব এসেছে, যেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামতও গুরুত্ব পাবে।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিচার বিভাগের সংস্কারে রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বলেন, ফ্যাসিস্টদের বহাল রেখে বিচার বিভাগে কোনো সংস্কার সম্ভব নয়। এদের বিদায় না দিলে জনগণ কোনো সুফল পাবে না।
রেডিওটুডে নিউজ/আনাম