বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

পিআর পদ্ধতিতে স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না: রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩২, ৩ জুলাই ২০২৫

Google News
পিআর পদ্ধতিতে স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না: রিজভী

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে, সেই সাথে স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (৩ জুলাই) রংপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুরের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে ১৬ বছর গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং লাখ লাখ মামলায় জেল খেলেছে, তারপরেও আত্মসমর্পণ করেনি।

তিনি বলেন, এ রংপুরের অঞ্চলের মানুষের গর্ব আবু সাঈদ। কিভাবে শার্টের বুতাম খুলে সেই ঘাতকের সামনে বুক পেতে দিয়েছিল গণতন্ত্রের জন্য, ছোট ছোট বাচ্চারা কিভাবে জীবন দিয়েছিল। আমরা কি আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজদের ভুলে যাব। যাদের রক্তদানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে কী আমরা ভুলে যাব। তিনি বলেন আমাদের মধ্যে মতবেদ থাকবে, আমরা পরস্পরে তর্ক করবো, বিবাদ করবো কিন্তু বৃহত্তর স্বার্থে দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো। গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার।  তা না হলে ফ্যাসিবাদ শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সেই পতিত হাসিনা আবার ফিরে আসার পথ তৈরি হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের