বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা নয়: নাহিদ ইসলাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৫, ৩ জুলাই ২০২৫

Google News
এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। এত বড় অভ্যুত্থানের পর যদি কোনো পরিবর্তন না আসে, মানুষ আবার রাজপথে নামবে। আর এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা করা হবে না। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অনেকেই পুরোনো রাজনীতি টিকিয়ে রাখতে চায়। নেতৃত্ব পরিবর্তন হলেও বন্দোবস্ত বদলায়নি। কেউ কেউ ওই পুরোনো কাঠামো টিকিয়ে রেখেই তাদের জায়গায় আসতে চায়। আর তারাই সংস্কার কাজ পিছিয়ে দিতে চায়।’

এনসিপির কার্যালয়ে দফায় দফায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, এটি পরিকল্পিতভাবে জুলাই মাসের ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা।

তিনি বলেন, ‘জুলাই পদযাত্রা ঘিরে এই হামলা চালানো হয়েছে। অনলাইনে আওয়ামী সন্ত্রাসীদের আস্ফালন বেড়েছে, তারা এখনো ঘাঁপটি মেরে দেশেই রয়েছে। যারা সংস্কার পিছিয়ে দিতে চায়, তারাই এনসিপির ওপর হামলা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘অভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না করলে সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ে। গুলি চালিয়েও অভ্যুত্থান ব্যাহত করা সম্ভব হয়নি, এবারও হবে না।’

নাহিদের ভাষায়, ‘এই হামলাগুলো নতুন নয়; বরং পূর্ববর্তী ঘটনাগুলোরই ধারাবাহিকতা। তিনি বলেন, ‘এটা প্রথমবার নয়। এর আগে বিভিন্ন জায়গায় হাসনাত আবদুল্লাহর ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, অথচ তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সরকারকে এ বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়া উচিত।’

তিনি বলেন, ‘গত ২৪-এর জুলাই-আগস্টেও আমাদের থামানো যায়নি, এবারও যাবে না। আমরা দেশের প্রতিটি পথঘাট, প্রতিটি প্রান্তরে সংস্কারের বার্তা নিয়ে এগিয়ে যাব।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের