শুক্রবার,

০৪ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

শুক্রবার,

০৪ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

এসএসসির ফল প্রকাশ ১৫ জুলাইয়ের মধ্যে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৫, ৩ জুলাই ২০২৫

Google News
এসএসসির ফল প্রকাশ ১৫ জুলাইয়ের মধ্যে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে। ফল তৈরির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। ফল প্রকাশের সম্ভাব্য তিনটি তারিখ প্রস্তাব করে তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরপর মন্ত্রণালয় যে তারিখটি অনুমোদন দেবে, সেদিনই প্রকাশ করা হবে ফল। 

একাধিক শিক্ষকবোর্ড চেয়ারম্যান সমকালকে জানান, তারা আশা করছেন আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সমকালকে বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরির কাজ প্রায় শেষ। খুব দ্রুত সময়ের মধ্যে সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পেলেই ফল প্রকাশ করা হবে।” 

তিনি বলেন, নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ করার বিধান রয়েছে। সে হিসেবে ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে হবে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ২৮ হাজার ১৮১  শিক্ষার্থী অংশ নিয়েছেন । আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ শিক্ষার্থী। আর মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন।  কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের