বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

হিমাচলে ভারী বৃষ্টিপাতে ৩০ জনের প্রাণহানি, রেড অ্যালার্ট জারি 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ৩ জুলাই ২০২৫

Google News
হিমাচলে ভারী বৃষ্টিপাতে ৩০ জনের প্রাণহানি, রেড অ্যালার্ট জারি 

ভারতের হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। সেই সঙ্গে ৩৪ জন নিখোঁজ রয়েছেন। প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

রানা বিবিসি হিন্দি সার্ভিসকে বলেন, ১৯ জুন হিমাচল প্রদেশে বর্ষা শুরু হয়। এরপর থেকে টানা বৃষ্টি হচ্ছে। বুধবার মান্ডি অঞ্চলে দশজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ২৯ এবং ৩০ জুন পুরো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রচুর ক্ষতি হয়েছে। অনেক জায়গায় হঠাৎ ভারী বর্ষণ এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অনেক জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

বিবিসি বলছে, হিমাচল প্রদেশের মান্ডি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বিয়াস নদী বিপদসীমার ওপর প্রবাহিত হওয়ায় বন্যা দেখা দিয়েছে। এনিয়ে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের