শুক্রবার,

০৪ জুলাই ২০২৫,

২০ আষাঢ় ১৪৩২

শুক্রবার,

০৪ জুলাই ২০২৫,

২০ আষাঢ় ১৪৩২

Radio Today News

২৭০ কোটি টাকার কেলেঙ্কারি

এস আলম-পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৪, ৪ জুলাই ২০২৫

Google News
এস আলম-পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আর্থিক অনিয়ম ও অর্থপাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলায় পরস্পর যোগসাজশে কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ২৭০ কোটি টাকা আত্মসাৎ ও ৯০ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।

দুদক মহাপরিচালক বলেন, ‘আসামিরা পরস্পরের যোগসাজশে ভূয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে নথিপত্র তৈরি করে ক্ষমতার অপব্যবহার করেন। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ ঋণ আদায় করে তা আত্মসাৎ ও পাচার করেন এবং শেষ পর্যন্ত সেই অর্থ এস আলম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়।’

তিনি বলেন, মেসার্স এমএ ট্রেডিং, মেসার্স মোস্তফা অ্যান্ড কোং এবং মেসার্স সাইফুল অ্যান্ড কোং নামে তিনটি প্রতিষ্ঠানের নামে যথাক্রমে ১০৪ কোটি ২০ লাখ ৭৭ হাজার টাকা, ৯৪ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা ও ৭১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করা হয়েছে।

তিনটি মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন— এস আলম গ্রুপের চেয়ারম্যান ও রিলায়েন্স ফিন্যান্স লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ, এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্সের সাবেক এমডি পিকে হালাদার।

এছাড়া রিলায়েন্স ফিন্যান্সের পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস, রিলায়েন্স ফিন্যান্সের ইভিপি রাশেদুল হক, ম্যানেজার নাহিদা রুনাই, এসভিপি কাজী আহমেদ আমাল, ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না, মারিন ভেজিটেবল অয়েলের সাবেক এমডি জহির আহমেদ ও পরিচালক টিপু সুলতানকে আসামি করা হয়েছে।

পৃথক তিন মামলায় আরও আসামি করা হয়েছে মেসার্স এএম ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন, মেসার্স মোস্তফা অ্যান্ড কোংয়ের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা এবং মেসার্স সাইফুল অ্যান্ড কোংয়ের স্বত্বাধিকারী সাইফুল ইসলামকে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের