
ওষুধ, সার্জিক্যাল পণ্য, ইলেক্ট্রনিক্স সামগ্রী ও শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ উদ্যোগের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে মত দিয়েছেন দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত এক নেটওয়ার্কিং সভায় এই আশাবাদ ব্যক্ত করা হয়।
সভার আয়োজন করে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
এতে অংশ নেন- ঢাকায় সফররত পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধি দল এবং স্থানীয় ব্যবসায়ীরা।
সভায় সভাপতিত্ব করেন- এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ।
সভায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বৈচিত্র্যকরণের গুরুত্ব তুলে ধরে এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, মোটর ও ইলেক্ট্রনিকস সামগ্রী এবং শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাত উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এছাড়া ওষুধ, সার্জিক্যাল পণ্য ও যন্ত্রাংশ, টেক্সটাইলস প্রভৃতি খাতের সম্ভাবনাকেও কাজে লাগানোর সুযোগ রয়েছে।
দু’দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে এফবিসিসিআই এবং দি ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফপিসিসিআই) যৌথভাবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের নতুন-নতুন ক্ষেত্র আবিষ্কারে দু’দেশের উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং কর্মসূচি চলমান থাকবে বলে আমি আশাবাদী।’
এ সময় ওষুধ, সার্জিক্যাল পণ্য ও যন্ত্রাংশসহ টেক্সটাইল, ইলেক্ট্রনিক্স পণ্য এবং শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাতে বাণিজ্য সম্প্রসারণসহ যৌথ উদ্যোগের আগ্রহ ব্যক্ত করেন উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিগণ।
সভায় উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, মহাসচিব মো. আলমগীর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
রেডিওটুডে নিউজ/আনাম