সোমবার,

২৩ জুন ২০২৫,

৯ আষাঢ় ১৪৩২

সোমবার,

২৩ জুন ২০২৫,

৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

কানায় কানায় পূর্ণ বসিলার গরু-ছাগলের হাট, ক্রেতার দেখা নেই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১২, ৩ জুন ২০২৫

Google News
কানায় কানায় পূর্ণ বসিলার গরু-ছাগলের হাট, ক্রেতার দেখা নেই

কানায় কানায় পূর্ণ রাজধানীর বসিলার ৪০ ফিটের গরু-ছাগলের হাট। ৬০ হাজার থেকে ১০ লাখ টাকার গরু উঠেছে এই হাটে। হাটে পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও ক্রেতার দেখা নেই।

এক একজন ব্যাপারী ৫০ থেকে ৮০টি গরু আনলেও গত পাঁচ দিনে একটি গরুও বিক্রি করতে পারেননি। ঈদের আগের তিন দিনে হাট জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা এবং হাট ইজারাদার।

সরেজমিনে দেখা যায়, মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট হাটের শেষ সীমানায় নওগাঁ কালা বাবু। ফ্রিজিয়ান জাতের এই গরুর আকৃতি দৈত্যাকার। ১০০০ কেজি ওজনের এই গরুটিকে দেখতে ভিড় জমাচ্ছেন লোকজন।

কালা বাবু বিক্রির জন্য দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। চার বছর বয়সের এই গরুটি ভালো দাম পাবেন বলেও আশা করছেন বিক্রেতা।

এ হাট কোরবানির পশুতে পরিপূর্ণ। সারি সারি গরু দাঁড়িয়ে আছে। যাদের জন্য এই গরু হাটে নিয়ে আসা হয়েছে সেই কাঙ্ক্ষিত ক্রেতাই নেই! ক্রেতা শূন্যতার কারণে অলস সময় পার করছেন বিক্রেতারা। ঘুমাচ্ছেন দুপুর বারোটাতেও।

বসিলারহাটে ৮ হাজার থেকে ৪০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে খাসি। দু’একজন ক্রেতা যারা আছেন তারাও বলছেন এবার হাটে গরুর দাম বেশি চাওয়া হচ্ছে।

হাট ইজারাদার বলছেন, সরকারি ছুটি হলেই হাট জমে উঠবে। বেচা বিক্রি ঈদের দু’দিন আগে থেকে শুরু হবে বলেও আশাবাদী তারা।

বৃহস্পতিবার (৫ জুন) থেকে কোরবানির পশুর হাটগুলোতে বেচা বিক্রি পুরোপুরি দমে শুরু হবে বলে আশা করছেন বিক্রেতা এবং আয়োজকরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের