বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫,

১৬ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫,

১৬ শ্রাবণ ১৪৩২

Radio Today News

চীন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৭, ২৮ জুলাই ২০২৫

Google News
চীন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ

সোমবার চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দক্ষিণ কোরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের ফোনালাপ অনুষ্ঠিত হয়।  

ফোনালাপে ওয়াং ই বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া পরস্পরের গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও সহযোগিতামূলক অংশীদার। দু’দেশের মধ্যে সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব, দুই দেশের জনগণের সাধারণ স্বার্থের সাথে সংগতিপূর্ণ। 

তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর, দুই দেশের রাষ্ট্রপ্রধানদ্বয়ের মধ্যে ফোনালাপ হয়েছে, যা চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্কের ক্ষেত্রে একটি ভালো সূচনা। এতে পরবর্তী কাজের দিকনির্দেশনাও পাওয়া যায়। 

ওয়াং ই জোর দিয়ে বলেন, দু’দেশের উচিত দ্বিপক্ষীয় সম্পর্কে স্থিতিশীলতার নীতি বজায় রাখা; একে অপরের স্বাধীনতাকে শ্রদ্ধা করা; পারস্পরিক কল্যাণকর সহযোগিতা জোরদার করা। 

জবাবে চো হিউন বলেন, দক্ষিণ কোরিয়া দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য আলোচনা সক্রিয়ভাবে চালিয়ে যেতে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক। চীনের সাথে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে এবং যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করতেও আগ্রহী তার দেশ। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের