বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫,

১৬ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫,

১৬ শ্রাবণ ১৪৩২

Radio Today News

এনসিপির অনুরোধে সমাবেশের স্থান বদলালো ছাত্রদল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৮, ৩০ জুলাই ২০২৫

Google News
এনসিপির অনুরোধে সমাবেশের স্থান বদলালো ছাত্রদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে শহীদ মিনারে পূর্বঘোষিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ৩ আগস্টের সমাবেশ শাহবাগে করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদলের সভাপতি রাকিব বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্রদল। পরে একই দিনে একই স্থানে সমাবেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির পক্ষে থেকে ছাত্রদল ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমাবেশ স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয়। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর স্থান পরিবর্তন আমাদের জন্য কঠিন ও বিব্রতকর। তবে কর্মদিবসে যেন সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে, তা বিবেচনায় রেখেই শহীদ মিনারকে বেছে নিয়েছিলাম। নতুন স্থান শাহবাগে সমাবেশের ফলে যদি নগরবাসীর কিছুটা ভোগান্তি হয়, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক  শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের