
রাষ্ট্র কাঠামো বদলাতে ৩১ দফা প্রণয়ন ও বাস্তবায়ন আবশ্যক বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ জুলাই) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ছাত্রজনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে। জনগনের সরকার ক্ষমতায় থাকলে আহত ও শহিদদের আহাজারি থাকতো না।
শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, আবার যাতে ফ্যাসিস্ট হাসিনা সুযোগ না পায়, সেজন্য সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম