বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫,

১৬ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫,

১৬ শ্রাবণ ১৪৩২

Radio Today News

‘বন্ধুকে’ মারধর ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ তাসকিনের 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৩, ২৮ জুলাই ২০২৫

Google News
‘বন্ধুকে’ মারধর ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ তাসকিনের 

ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। রোববার (২৭ জুলাই) মিরপুর-১ এ ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ দায়ের করেন বাদী সিফাতুর রহমান সৌরভ। থানা সূত্র বলছে, বাদীর সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল।

এ দিকে মারধরের অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন তাসকিন। গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।’ 

মারধরের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তাসকিন আরও লেখেন, ‘যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। আশা করি সত্য এর সঙ্গেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।’

এর আগে পাল্টা অভিযোগ করে দেশের একটি সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আমার বন্ধু রসি নামে একজন আছেন, ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলাম। পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এজন্য এরা উল্টো আমার নামে জিডি করেছে।’

 তাসকিনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, ‘সনি সিনেমা হলের সামনে রোববার রাতে মারধর করেছেন বলে একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা আমরা তদন্ত করে দেখছি।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের