
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিছুয়ান প্রদেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ২৯ জুন সকাল ৭টা থেকে ৩০ জুন সকাল ৭টা পর্যন্ত ৭২ হাজার ৮৬৬ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সিছুয়ান ভূতাত্ত্বিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সদর দফতরের এ তথ্য নিশ্চিত করেছে।
এবারের বন্যায় বাচং শহরের অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলে অনেক দোকান প্লাবিত হয়েছে, যেখানে ভারি বৃষ্টির কারণে কিছু আবাসিক ভবনের ইস্পাত সুরক্ষা প্লেটও উড়ে গেছে। সেখানে দমকলকর্মীরা পাম্প ব্যবহার করে দোকানগুলোর জমে থাকা পানি সরিয়ে দিতে কাজ করছেন।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত ইস্পাত প্লেটগুলো অপসারণ করছেন। এ ছাড়া এও শহরের কিছু কৃষিজমিও পানিতে তলিয়ে গেছে।
রেডিওটুডে নিউজ/আনাম