রোববার,

০৬ জুলাই ২০২৫,

২১ আষাঢ় ১৪৩২

রোববার,

০৬ জুলাই ২০২৫,

২১ আষাঢ় ১৪৩২

Radio Today News

উত্তর চীনে গ্রীষ্মকালীন পর্যটন তুঙ্গে 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২২, ৫ জুলাই ২০২৫

Google News
উত্তর চীনে গ্রীষ্মকালীন পর্যটন তুঙ্গে 

উত্তর চীন জুড়ে গ্রীষ্মকালীন পর্যটন চাঙ্গা হয়ে উঠেছে। সম্প্রতি প্রাচীন শহরগুলো ঐতিহ্যগত স্থানীয় সংস্কৃতির মাধ্যমে দ্বিগুণ পর্যটকের আগমন দেখতে পাচ্ছে। অনেক ভ্রমণকারী পুরনো ঐতিহ্যের সন্ধান করেছেন। পছন্দের তালিকায় কয়েক শতাব্দী কিংবা কয়েক দশক আগের কোনো পরিবেশনা বা স্মৃতি বিজড়িত কোনো ইতিহাস।  

উত্তর চীনের শানসি প্রদেশের সিইয়াং কাউন্টির একটি প্রাচীন সড়ক পর্যটকদের খুব আকর্ষণ করছে। পর্যটকরা জানান, এখানকার পুরানো দোকান এবং স্থানীয় সুগন্ধযুক্ত খাবার অনেককেই স্মৃতিকাতর করে তোলে। তাই তারা এই সময়টাতে ছুটে আসেন। 

উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের বাওতু শহরে, অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের চারপাশে গ্রীষ্মকালীন কার্যক্রম কেন্দ্রের একটি সিরিজ চালু করা হয়েছে, যা পর্যটকদের স্থানীয় রন্ধনসম্পর্কিত নানা বিষয়ে অভিজ্ঞতা ও উপভোগের আনন্দ দেয়। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের