রোববার,

০৬ জুলাই ২০২৫,

২১ আষাঢ় ১৪৩২

রোববার,

০৬ জুলাই ২০২৫,

২১ আষাঢ় ১৪৩২

Radio Today News

গাজায় ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৬, ৫ জুলাই ২০২৫

Google News
গাজায় ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত

গাজায় চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনের মধ্যে, ভুল করে নিজেদের ছোড়া গুলিতে অন্তত ৩১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গত শুক্রবার (৪ জুলাই) ইসরায়েলি আর্মি রেডিও এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত মোট ৪৪০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে অপারেশনাল কারণে নিহত সেনাদের সংখ্যা ৭২, যা মোট নিহত সেনাদের প্রায় ১৬ শতাংশ।

এছাড়া, ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে নিহত সেনার সংখ্যা ৩১ জন। এ ছাড়াও গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় ২৩, সাঁজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে ৭ এবং অজ্ঞাত গুলিবর্ষণের কারণে ৬ জন সেনা প্রাণ হারিয়েছেন।

২০২৩ সালের ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় পুনরায় সামরিক আক্রমণ শুরু হওয়ার পর এখন পর্যন্ত আরও ৩২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে অভিযান পরিচালনার সময় দুর্ঘটনায়, এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা সামরিক সরঞ্জাম ব্যবহারে আরও ৫ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এমন একটি দুর্ঘটনা ঘটে, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য মতে, গাজায় চলমান অভিযানে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৮৮২ ইসরায়েলি সেনা নিহত এবং ৬ হাজার ৩২ জন সেনা আহত হয়েছে।

এদিকে, গাজায় ইসরায়েলি সামরিক আক্রমণে এখন পর্যন্ত ৫৭ হাজার -এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, এই সংঘাতে আহত হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জনেরও বেশি ফিলিস্তিনি, এবং দেশটির মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সূত্র- মিডল ইস্ট মনিটর

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের