শনিবার,

০৫ জুলাই ২০২৫,

২১ আষাঢ় ১৪৩২

শনিবার,

০৫ জুলাই ২০২৫,

২১ আষাঢ় ১৪৩২

Radio Today News

পুরনো খেলায় নতুন খেলোয়াড়া হতে আমরা আসিনি: নাহিদ ইসলাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৫, ৫ জুলাই ২০২৫

Google News
পুরনো খেলায় নতুন খেলোয়াড়া হতে আমরা আসিনি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরনো খেলায় নতুন খেলোয়াড়া হতে আমরা আসিনি। এসেছি খেলার নিয়ম বদলাতে। তাই যুবশক্তিদের এগিয়ে আসতে হবে এই খেলার নিয়ম বদলানোর জন্য। 

শনিবার (৫ জুলাই) বগুড়ায় পর্যটন মোটেলে এক অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

বগুড়া এনসিপির শক্তিশালী ঘাঁটি হতে যাচ্ছে মন্তব্য করে নাহিদ বলেন, আমরা আশাবাদী। গেলো ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে বগুড়া বৈষম্যের শিকার হয়েছে, এই রাজনৈতিক বৈষম্যের প্রতিবাদেই গণঅভ্যুত্থান হয়েছিলো।

তিনি বলেন, আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, আমরা চাই- যেই এলাকা যতোটুকু পিছিয়ে আছে, সেই এলাকা ততোটাই উন্নত করতে হবে। বগুড়ার হারানো ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে চাই। বগুড়াবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এনসিপি সব সুবিধার পাওয়ানোর জন্যে লড়াই করবো। 

নাহিদ বলেন, যদি কেউ পুরনো ফ্যাসিস্টদের মতো আচরণ করে তাদেরও একই পরিণতি হবে। এখানে পুলিশকে ঢেলে সাজাতে হবে। তাদের কোনো দলের পক্ষে থাকা যাবে না, জনগণের পক্ষে থাকতে হবে।

জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জানি, আপনাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, পৃথিবীর যা কিছুই দেওয়া হোক, সেই ক্ষতি পূরণ হবে না। আপনাদের পরিবারের সদস্যরা দেশের জন্য শহীদ হয়েছেন। মানুষের মুক্তির জন্য শহীদ হয়েছেন, স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন।

‘ফেরাউন চিরকাল ক্ষমতায় থাকতে পারেনি। স্বৈরশাসকদের কখনও না কখনও পতন হয়। এবারও সেই ফেরাউনের পতন হয়েছে। আমরা এখন চাই, একটা স্বাধীন দেশ যেখানে স্বৈরাচার থাকবে না, সেরকম একটা দেশ গঠন করবো। সেটার জন্য আমাদের আরও সংগ্রাম করতে হবে।’

তিনি বলেন, আমরা আপনাদের পাশে থাকতে চাই। গত এক বছর দেশ অনেক কিছু হয়েছে। আমরা হয়তো আপনাদের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। আরও আগেই আপনাদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। আমরা সেটা পারিনি এ জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সঙ্গে সম্পর্কটা আজীবনের। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের পাশে থাকার।

নাহিদ বলেন, যারা গণহত্যা করেছে, আমরা তাদের বিচার করবো। এই বাংলার মাটিতেই শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও যেসব পুলিশরা গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে, আমরা তার বিচার নিশ্চিত করবো। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন। তারা বলছে বিচার দেরি হবে, কিন্তু বিচার শুরু করতে হবে। বিচার দৃশ্যমান হতে হবে। এবং যে সরকারই আসুক না কেন, এই বিচারে কেউ হাত দিতে পারবে না।

বগুড়া থেকেই বাংলাদেশে এনসিপির রাজনীতি শুরু হবে উল্লেখ করে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গেলো ১৬ বছর অনেক কষ্ট করেছে এই জেলার মানুষ। গণঅভ্যুত্থান করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে আর কোনো চাঁদাবাজ ও দখলদারদের জায়গা দেবো না। 

বাংলাদেশের রাজপথ, সংসদ এনসিপির দখলে থাকবে। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কেউ পুনর্বাসন করতে চাইলে বগুড়াবাসী প্রতিরোধ করবে; যোগ করেন আখতার।

তিনি কিছু মানুষ বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য করতে মৌলিক সংস্কার নিয়ে কথা বলছে। আমরা বলতে চাই মৌলিক সংস্কার করেই জুলাই সনদ হতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের