বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি জায়েদ নুরকে প্রত্যাহার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:১৯, ৩ জুলাই ২০২৫

Google News
আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি জায়েদ নুরকে প্রত্যাহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আন্দোলনের মুখে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বুধবার রাতে নিশ্চিত করেছেন, পটিয়া থানার ওসিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পটিয়ার ইন্দ্রপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। দীর্ঘ ৯ ঘণ্টা এই সড়ক অবরোধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট, যা যাত্রীদের জন্য ব্যাপক ভোগান্তির কারণ হয়। একই দাবিতে চট্টগ্রামের জাকির হোসেন সড়কেও বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এনসিপি নেতা-কর্মীরা অবরোধ করেন।

এ আন্দোলনের সূত্রপাত ১ জুলাই রাতে, যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগ কর্মী দীপঙ্কর দে (২৯) কে আটক করেন। তাঁকে থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ মামলা নেয়নি, যদিও তাঁর বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য হওয়ার অভিযোগ ছিল। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশের সাথে আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ ঘটে এবং পুলিশ লাঠিপেটা করে। এতে আন্দোলনকারীদের কয়েকজন আহত হন।

পুলিশের দাবি, মিছিল নিয়ে ওই ব্যক্তিকে মারতে মারতে থানায় নিয়ে আসা হয়, এবং তিনি থানায় একপ্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পুলিশ তাঁদের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিল, তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে, ছাত্র আন্দোলনের দাবির মুখে ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে অপসারণের সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন।

এখন, চট্টগ্রাম জেলা পুলিশ প্রশাসন পরিস্থিতি শান্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে, তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূর্ণভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাঁরা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের