বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক প্রশ্নে সকল রাজনৈতিক দল একমত: আলী রীয়াজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৬, ২ জুলাই ২০২৫

আপডেট: ১৮:৪৭, ২ জুলাই ২০২৫

Google News
সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক প্রশ্নে সকল রাজনৈতিক দল একমত: আলী রীয়াজ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি আজ (২ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনার মাঝে এসব কথা বলেন।

এর আগে সকালে আলোচনার শুরুতে আলী রীয়াজ বলেন, "সকলের সহযোগিতা থাকলে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয় সনদ প্রণয়ণের প্রত্যাশা করছি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারব।"

এছাড়া তিনি আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হয়েছে এবং তা সমাধানের পথে রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের