মঙ্গলবার,

০১ জুলাই ২০২৫,

১৭ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০১ জুলাই ২০২৫,

১৭ আষাঢ় ১৪৩২

Radio Today News

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জমায়েত নিয়ে আবারো সর্তক করলো পুলিশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২০, ৩০ জুন ২০২৫

আপডেট: ২২:২১, ৩০ জুন ২০২৫

Google News
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জমায়েত নিয়ে আবারো সর্তক করলো পুলিশ

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সন্নিকটে কতিপয় ব্যক্তি বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করেছে উল্লেখ করে আবারো সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে ৪৪তম বিসিএসে পদসংখ্যা বৃদ্ধির দাবিতে রমনা পার্কের 'অরুণ্যদয়' গেট দিয়ে বের হয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে একদল আন্দোলনকারী। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের বাধায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। 

তিনি বলেন, এভাবে আন্দোলন করা কোনোভাবেই ঠিক হয়নি। তারা ১৪৪ ধারা ভেঙেছে। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। 

রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, বেআইনি সমাবেশ শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সব প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে যা এখনো বলবৎ রয়েছে। 

এতদসত্ত্বেও, উল্লিখিত এলাকায় কতিপয় ব্যক্তি কর্তৃক বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ডিএমপি কমিশনার কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তি মেনে চলার জন্য এবং অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের