মঙ্গলবার,

০১ জুলাই ২০২৫,

১৭ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০১ জুলাই ২০২৫,

১৭ আষাঢ় ১৪৩২

Radio Today News

নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও খুঁটি সাজাচ্ছেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৩, ৩০ জুন ২০২৫

Google News
নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও খুঁটি সাজাচ্ছেন

‘যারা আস্থার জায়গা নষ্ট করেছেন, তারা কিন্তু কেউ সেই কথা বলছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের খুঁটি সাজাচ্ছে। এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনো ধরনের কোনো উত্তরণ হবে না।’- কথাগুলো বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি বলেন, গত সপ্তাহে সিরডাপ অডিটরিয়ামে প্রেশার গ্রুপের ওপর আমার দেওয়া বক্তব্যের কিছু অংশ এখানে দেওয়া হলো। আশা করি, এই বক্তব্য ‘প্রেশার গ্রুপ’ বিষয়টি নিয়ে সংশয় দূর করবে!

তিনি বলেন ‘বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না, বলছি প্রেশার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। সেটি তৈরি হওয়ার গ্রাউন্ড কেন হচ্ছে! কেননা, সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৫ বছরে তো তার (প্রেশার গ্রুপ) মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি।’

পোস্টে প্রেস সচিব বলেন, “সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তার যে কনসার্ন—গত বছরের ২৮ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন– ‘এদের খুন করেন’, ‘পুলিশ কেন গুলি করছে না’, কেউ কি বলেনি? এরা তো শীর্ষ সাংবাদিক, শীর্ষ মিডিয়া হাউসের। এখন এই জিনিস তো আবারও পুনরাবৃত্তি হতে পারে। এই ভয় থেকে এই প্রেশার গ্রুপ তৈরি হচ্ছে।”

তিনি আরও বলেন, ‘এটার সমাধান কী, সব দায়-দায়িত্ব সরকারের ওপর চাপিয়ে দিচ্ছেন, সরকার যতটুকু পারে, সেই কাজটা সরকার করছে। যারা আস্থার জায়গা নষ্ট করেছেন, তারা কিন্তু কেউ সেই কথা বলছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের খুঁটি সাজাচ্ছেন। এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনো ধরনের কোনো উত্তরণ হবে না।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের