শনিবার,

০৫ জুলাই ২০২৫,

২১ আষাঢ় ১৪৩২

শনিবার,

০৫ জুলাই ২০২৫,

২১ আষাঢ় ১৪৩২

Radio Today News

চ্যচিয়াংয়ে চালু হলো এআই ভ্রমণ সহকারী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৫০, ৫ জুলাই ২০২৫

Google News
চ্যচিয়াংয়ে চালু হলো এআই ভ্রমণ সহকারী

চীনের চ্যচিয়াং প্রদেশে আন্তর্জাতিক পর্যটকদের জন্য চালু হলো নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম— চ্যচিংয়াং ট্রাভেল। বৃহস্পতিবার হাংচৌয়ে ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যালায়েন্স সদরদপ্তরে উদ্বোধন করা হয় এটি।

চ্যচিয়াং প্রাদেশিক সংস্কৃতি, রেডিও, টেলিভিশন ও পর্যটন বিভাগের পরিচালক ছেন কুয়াংশেং জানান, প্ল্যাটফর্মটি পর্যটনশিল্পের জন্য তৈরি একটি লার্জ এআই মডেলের ভিত্তিতে তৈরি। এটি চীনের প্রথম এআই-চালিত ইনবাউন্ড ট্যুরিজম স্মার্ট সার্ভিস প্ল্যাটফর্ম। 
 
প্ল্যাটফর্মটি উইচ্যাট ও আলিপেতে পাওয়া যাবে এবং এতে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য রয়েছে হোটেল বুকিং, অর্থপ্রদান, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারসহ বহু সুবিধা। একটি মাত্র ট্রাভেল কোড ব্যবহার করেই পাওয়া যাবে সব সেবা।

২০২৪ সালে ভিসামুক্ত প্রবেশের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ৯০০ জন বিদেশি এসেছে চ্যচিয়াংয়ে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের