শনিবার,

০৫ জুলাই ২০২৫,

২১ আষাঢ় ১৪৩২

শনিবার,

০৫ জুলাই ২০২৫,

২১ আষাঢ় ১৪৩২

Radio Today News

বাংলাদেশ-মালয়েশিয়া সন্ত্রাসবাদ তদন্তে একসাথে কাজ করবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪২, ৫ জুলাই ২০২৫

আপডেট: ১৬:৪৪, ৫ জুলাই ২০২৫

Google News
বাংলাদেশ-মালয়েশিয়া সন্ত্রাসবাদ তদন্তে একসাথে কাজ করবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

সম্প্রতি মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির বিরুদ্ধে ‘চরমপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা। দেশটিতে বাংলাদেশ হাই-কমিশন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং আনুষ্ঠানিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কিত তথ্য জানানোর জন্য অনুরোধ জানিয়েছে।

শনিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মালয়েশিয়ায় আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে দেশটির আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত বা দেশে ফেরত পাঠানো প্রক্রিয়াধীন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে এবং এই ক্ষেত্রে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের