
চীনের প্রথম স্বদেশে নির্মিত বিমানবাহী রণতরী শানতোংয়ের নেতৃত্বাধীন চীনা নৌবহর হংকংয়ে খুলে দেওয়ার দুই দিনের মধ্যে প্রায় ২০ হাজার দর্শনার্থীকে আকৃষ্ট করেছে।
এই নৌবহরটি আরও তিনটি যুদ্ধজাহাজ নিয়ে বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়া হারবারে প্রবেশ করে এবং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে পাঁচ দিনের সফর শুরু করে।
এই নৌবহরটিতে সাধারণ দর্শনার্থীদের জন্য ছিলো বিভিন্ন লেকচার, ড্রিল প্রদর্শনী ও বিভিন্ন বিনিময়মূলক কার্যক্রম। নিবন্ধনধারী দর্শকরা শানতোং বিমানবাহী রণতরীর বিশাল ফ্লাইট ডেকে চীনে তৈরি যুদ্ধবিমান ও হেলিকপ্টার কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম