বৃহস্পতিবার,

১০ জুলাই ২০২৫,

২৬ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

১০ জুলাই ২০২৫,

২৬ আষাঢ় ১৪৩২

Radio Today News

ব্রাজিলের সঙ্গে ডিজিটাল ও গ্রিন অর্থনীতিতে সহযোগিতা বাড়াতে চায় চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৪, ৯ জুলাই ২০২৫

আপডেট: ২৩:২৬, ৯ জুলাই ২০২৫

Google News
ব্রাজিলের সঙ্গে ডিজিটাল ও গ্রিন অর্থনীতিতে সহযোগিতা বাড়াতে চায় চীন

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, চীন ব্রাজিলের সঙ্গে ডিজিটাল অর্থনীতি, সবুজ অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, এবং মহাকাশ গবেষণাসহ নানা খাতে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। 

শনিবার রিও ডি জেনেইরোতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের শুভেচ্ছা পৌঁছে দিয়ে লি বলেন, দুই দেশের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, ব্রাজিলের বেলেম শহরে আসন্ন কপ-৩০ জলবায়ু সম্মেলনে চীন সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। দুই দেশের মধ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বাণিজ্য, অর্থায়ন, শিক্ষা, স্বাস্থ্য, এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে নতুন করে চুক্তি স্বাক্ষর হয়েছে।

লুলা বলেন, ব্রাজিল চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের সহযোগিতা আরও গভীর করতে চায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথভাবে কাজ করতে আগ্রহী। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের