
ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমা ‘ডিয়ার মা’। আগামী ১৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি, যার মুখ্য চরিত্রে রয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। এছাড়াও রয়েছেন ধৃতিমান চ্যাটার্জি ও শাশ্বত চ্যাটার্জি।
সম্প্রতি সিনেমাটির প্রচারের অংশ হিসেবে এক ফটোশুটে অংশ নেন জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। ‘দ্য টেলিগ্রাফ’-এর আয়োজনে করা সেই ফটোশুটে তাদের রোম্যান্টিক ভঙ্গিমায় দেখা গেছে, যা দেখে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। কারণ, এই সিনেমার মাধ্যমেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন এই জুটি। এছাড়াও পর্দায়ও রয়েছে তাদের ঘনিষ্ঠ দৃশ্য।
‘ডিয়ার মা’ সিনেমায় জয়ার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল। নাম ‘অর্ক’। তিনি একজন চাকরিজীবী, চান সন্তান। তাই স্ত্রীকে বোঝান একটি শিশু দত্তক নিতে। সেই সিদ্ধান্ত থেকেই গল্প মোড় নেয় আবেগ ও জটিলতার দিকে।
ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন চন্দন। বলেছেন, ‘পরেরটুকু জানতে হলে তো ছবিটা দেখতে হবে।’
সাক্ষাৎকারে জয়ার সঙ্গে পর্দায় রসায়ন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতাও জানান চন্দন। তার কথায়, ‘জয়ার সঙ্গে কাজ করে খুব ভালো লাগল। খুব সহজ একজন মানুষ। আমাদের যে সব দৃশ্য আছে তাতে বন্ধুত্ব হওয়াটা খুব দরকার ছিল। আমরা ওয়ার্কশপ করেছি একসঙ্গে। তখনই আলাপ জমে। আমরা কেউ আগে একে অপরকে চিনতাম না। ফলে, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দুজনের মধ্যে বন্ধুত্ব হওয়াটা দরকার ছিল। একটা কাপলের কেমেস্ট্রি যদি ঠিকমতো তুলে ধরতেই না পারি তা হলে সেটা ভালো হবে না।’
চন্দন আরও বলেন, ‘টনি (অনিরুদ্ধ রায়চৌধুরী) দাদা বলেছিলেন একে অপরকে চিনতে, গল্প করতে, আড্ডা মারতে। আমরাও সেই মতো ঘুরেছি, খেয়েছি, আড্ডা মেরেছি। অনেক সহজ হয়ে গিয়েছিলাম একে অপরের সঙ্গে। ফলে আর অসুবিধা হয়নি।’
সম্প্রতি প্রায় একই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন জয়া আহসানও। অভিনেত্রীর কথায়, ‘আমার কিছুই মনে হয় না। কারণ, এরকম দৃশ্যের জন্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। আর জানতাম টোনিদা খুব অ্যাসথেটিক্যালি শুট করবে। ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টোনিদার, আমি একেবারেই চিন্তা করিনি।’
প্রসঙ্গত, বাংলাদেশের দর্শকদের কাছেও জয়া আহসানের ওপার বাংলার কাজ নিয়ে আগ্রহ রয়েছে। বলা যায়, ‘ডিয়ার মা’ সিনেমাটি নিয়েও রয়েছে দর্শকদের মাঝে উত্তেজনা, বিশেষ করে জয়া-চন্দনের নতুন জুটির রসায়ন এবং সিনেমার সংবেদনশীল গল্প ঘিরে।
এদিকে, ওপার বাংলায় জয়ার আরও কিছু সিনেমার খবর পাওয়া গেছে। সম্প্রতি তিনি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। এছাড়াও আগামী ১ আগস্ট মুক্তি পাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’।
রেডিওটুডে নিউজ/আনাম