সোমবার,

১৪ জুলাই ২০২৫,

২৯ আষাঢ় ১৪৩২

সোমবার,

১৪ জুলাই ২০২৫,

২৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি ডলার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪২, ১৩ জুলাই ২০২৫

Google News
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি ডলার

জুলাইয়ের প্রথম ১২ দিনে প্রবাসী আয় এসেছে ১০৭ কোটি ১০ লাখ (১ দশমিক ০৭ বিলিয়ন) ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (এক ডলার ১২১ টাকা ধরে) প্রায় ১৩ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

যা গত বছরের একই সময়ে আসে (২০২৪ সালের জুলাইয়ের ১২ দিন) ৯৪ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় ১২ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা বেশি এসেছে।

এর আগে সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন প্রায় প্রায় ২৮১ কোটি ৮০ লাখ (২.৮২ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স। দেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকার বেশি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের