সোমবার,

১৪ জুলাই ২০২৫,

২৯ আষাঢ় ১৪৩২

সোমবার,

১৪ জুলাই ২০২৫,

২৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হবে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৪, ১৩ জুলাই ২০২৫

Google News
পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হবে

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে তেহরানের পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে। এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শনিবার আরাগচি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আবার শুরু করার বিষয়ে খুঁটিনাটি পর্যালোচনা করছে। তিনি বলেন, আমরা আলোচনা শুরুর সময়, স্থান, কাঠামো, উপাদান ও সম্ভাব্য আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে যে নিশ্চয়তা প্রয়োজন, তার সবকিছু খতিয়ে দেখছি। বিশ্বের প্রধান ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই শুধু আলোচনা হবে, দেশটির সামরিক সক্ষমতা নিয়ে নয়।

 তেহরানে কূটনীতিকদের উদ্দেশে আরাগচি বলেন, সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু হবে শুধু পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে এ কর্মসূচি নিয়ে আস্থা তৈরি। অন্য কোনো বিষয় আলোচনার অন্তর্ভুক্ত হবে না।

গত জুনে ইসরায়েল তেহরানের পারমাণবিক স্থাপনা, সামরিক নেতৃবৃন্দ, পরমাণু বিজ্ঞানী ও বিভিন্ন আবাসিক এলাকায় ব্যাপক হামলা চালায়। এতে শত শত মানুষ নিহত হন। সংঘাতের পর ইরান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেয়। এর কারণ ছিল সংস্থাটির প্রতি তার গভীর অনাস্থা।

আরাগচি বলেন, পারমাণবিক সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা ‘নতুন রূপ নেবে’। কারণ, গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইএইএর সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিত করা নিয়ে এক আইনে স্বাক্ষর করেছেন। 

নতুন আইন অনুযায়ী, ভবিষ্যতে আইএইএ যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করতে চায়, তবে তাতে সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের অনুমোদন লাগবে।

আরগচি বলেন, তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার ঝুঁকি এবং পড়ে থাকা গোলা বা বোমার বিস্ফোরণের আশঙ্কা, দুই-ই গুরুতর। আমাদের জন্য পারমাণবিক স্থাপনার কাছে আইএইএ পরিদর্শকদের নিয়ে যাওয়া একদিকে যেমন নিরাপত্তার বিষয়, অন্যদিকে তাদের নিজেদের সুরক্ষার বিষয়ও আছে, দুটি দিকই গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

তেহরানে থাকা কূটনীতিকদের উদ্দেশে ইরানি এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা জাতিসংঘের পারমাণবিক ওয়াচডগকে সহযোগিতা বন্ধ করেননি। তবে এখন থেকে এটি নতুন রূপে– সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় হবে। পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার আইএইএর প্রতিটি অনুরোধের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সুপ্রিম ন্যাশনাল কাউন্সিল নিরাপত্তা ও সুরক্ষার দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে,’ বলেছেন তিনি। খবর আলজাজিরার

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন