
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া নিয়ে আগামী সোমবার (১৪ জুলাই) একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিসি নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এই তথ্য দেন।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘রাশিয়ার ওপর আমি হতাশ, তবে সামনের কয়েক সপ্তাহে কী হয় তা দেখা যাক। আমি মনে করি, সোমবার আমি রাশিয়া নিয়ে একটি বড় ঘোষণা দেব।’
তবে তিনি কী ধরনের ঘোষণা দেবেন, তা বিস্তারিত বলেননি।
সাক্ষাৎকারে ট্রাম্প একটি নতুন অস্ত্রচুক্তির কথাও প্রকাশ করেন। এটি যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউক্রেনের মধ্যে ইতমধ্যে আলোচনা হয়েছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ন্যাটোকে সরবরাহ করা হবে, এবং সেই অস্ত্র ইউক্রেনে পাঠাবে ন্যাটো নিজেই।
ট্রাম্প বলেন, ‘আমরা অস্ত্র পাঠাচ্ছি ন্যাটোকে, এবং ন্যাটো শতভাগ মূল্য পরিশোধ করছে। অস্ত্র যাচ্ছে ন্যাটোর কাছে, এবং ন্যাটো সেগুলো ইউক্রেনকে দেবে। ন্যাটো পুরো খরচ দিচ্ছে।’
তিনি জানান, গত মাসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে এই চুক্তি চূড়ান্ত হয়েছে। সেখানেই তিনি ইউক্রেনে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রতি সমর্থন জানান।
রেডিওটুডে নিউজ/আনাম