শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

পিকেকের অস্ত্র সমর্পণ তুরস্কের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ১২ জুলাই ২০২৫

আপডেট: ১৭:১৬, ১২ জুলাই ২০২৫

Google News
পিকেকের অস্ত্র সমর্পণ তুরস্কের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে: এরদোগান

তুরস্কের সঙ্গে কয়েক দশক ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে নিরস্ত্রীকরণের দিকে প্রথম পদক্ষেপ শুরু করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। এটিকে একটি 'ঐতিহাসিক মোড়' হিসেবে বর্ণনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, শনিবার (১২ জুলাই) আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির ৩২তম পরামর্শ ও মূল্যায়ন সভার এরদোয়ান ঘোষণা করেন, তুরস্ক এখন 'ঐক্য ও শক্তির এক নতুন যুগে' প্রবেশ করছে।

তিনি বলেন, 'আজ একটি নতুন দিন, ইতিহাসের একটি নতুন অধ্যায়। একটি মহান, শক্তিশালী তুরস্কের দরজা - তুরস্কের শতাব্দী সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়েছে। আজ একটি মহান এবং শক্তিশালী তুরস্কের সূচনা।'

কয়েক দশক ধরে চলা লড়াইয়ের কথা উল্লেখ করে এরদোগান বলেন, ৪৭ বছর ধরে চলা পিকেকে সন্ত্রাসবাদের ভয়াবহতা আশা করি শুক্রবারের মধ্যেই শেষ হয়ে যাবে।

এর আগে গতকাল শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি অঞ্চলে একটি ছোট অনুষ্ঠান হয়েছে, যেখানে ২০ থেকে ৩০ জন পিকেকে যোদ্ধা তাদের অস্ত্র ধ্বংস করেছে। এটিকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে ৪০ বছর ধরে চলমান সশস্ত্র অভিযানের একটি অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। এই সংঘাতজুড়ে ৪০ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছে।

এরদোয়ান অস্ত্র সমর্পণের সিদ্ধান্তকে তুরস্কের জন্য একটি বিজয় হিসেবে বর্ণনা করে বলেন, 'তুর্কি, কুর্দি, আরব - সকলেই ৮৬ মিলিয়ন নাগরিক - (সবাই) বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে।'

আঞ্চলিক ঐক্যের বৃহত্তর দৃষ্টিভঙ্গি তুলে ধরে এরদোগান বলেন, 'আজ মালাজগির্টের চেতনা, জেরুজালেম জোট এবং স্বাধীনতা যুদ্ধের মূল ভিত্তি পুনর্গঠিত হচ্ছে।'

সাম্প্রতিক 'সন্ত্রাসমুক্ত তুর্কি' উদ্যোগের কথা উল্লেখ করে এরদোয়ান স্পষ্ট করে বলেন, এই প্রক্রিয়াটি কোনো আলোচনা, দর কষাকষি বা দেওয়া-নেওয়ার প্রক্রিয়ার ফলাফল নয়। তুর্কি প্রজাতন্ত্র আমাদের ভাগ করে নেওয়া ঘর, আমাদের সাধারণ ছাদ। আমরা ৮৬ মিলিয়ন মানুষ চিরকাল এক, ঐক্যবদ্ধ এবং ভাই।'

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের