রোববার,

১৩ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

রোববার,

১৩ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না: রিজওয়ানা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৫, ১২ জুলাই ২০২৫

Google News
মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না: রিজওয়ানা

পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

শনিবার (১২ জুলাই) সাভার উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও জানান, যেখানেই মব জাস্টিস হচ্ছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে এবং কোনো আসামি আর বের হবে না।

মধুমতি মডেল টাউন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আদালত কর্তৃক অবৈধ ঘোষিত কোনো স্থাপনাকে বৈধ করার সুযোগ নেই। তিনি জানান, গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক মধুমতি মডেল টাউন নিয়ে কাজ শুরু করেছে।

সাভারের ইটভাটার দূষণ নিয়ে রিজওয়ানা হাসান বলেন, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে জোরালো অভিযান চালানো হয়েছে। তিনি ১১ মাসের কাজের খতিয়ান তুলে ধরে বলেন, বেশিরভাগ ইটভাটার লাইসেন্সের মেয়াদ জুন-জুলাই-আগস্টে শেষ হয়ে যাবে এবং এগুলো আর নবায়নের কোনো সুযোগ নেই। হাতে গোনা যে ৬-৮টি ইটভাটার মেয়াদ জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, সেগুলোর ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদসহ সাভার উপজেলার স্থানীয় প্রশাসন উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের