বৃহস্পতিবার,

১০ জুলাই ২০২৫,

২৬ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

১০ জুলাই ২০২৫,

২৬ আষাঢ় ১৪৩২

Radio Today News

চীন-বাংলাদেশ চুক্তিতে বিনিয়োগ অঙ্গীকার ছাড়িয়েছে কয়েক বিলিয়ন ডলার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০০, ৯ জুলাই ২০২৫

Google News
চীন-বাংলাদেশ চুক্তিতে বিনিয়োগ অঙ্গীকার ছাড়িয়েছে কয়েক বিলিয়ন ডলার

বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত আগস্ট থেকে ২০টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এতে মোট প্রত্যাশিত বিনিয়োগ অঙ্গীকার কয়েক বিলিয়ন ডলার অতিক্রম করেছে বলেও জানান তিনি। 

আজ (বুধবার, ৯ জুলাই) সকালে চায়না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সাপ্লাই চেইন সেমিনারে তিনি এ কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, ‘চীন এখন বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে। চীন সব সময়ই বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘চীনে বাংলাদেশের বিডা খোলার চিন্তা করছে সরকার। এছাড়াও সংস্কৃতি বিনিময় ও সমন্বয়ের মাধ‍্যমে বাংলাদেশে একটি চাইনিজ কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করা খুবই জরুরি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের একটি শক্তিশালী ও দক্ষ শ্রমশক্তি রয়েছে। কীভাবে এ শ্রমশক্তিকে বৈশ্বিকভাবে বিস্তৃত চীনা কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত করা যায়, সেটিও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের