
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে এবং তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করতে চারদিক থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৩ জুলাই) বিকেলে গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলে 'তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ' বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে সাইবার আক্রমণ শুরু হয়েছে।
মির্জা ফখরুল বলেন, যত ষড়যন্ত্রই হোক বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না, বার বার ধ্বংসস্তূপ থেকে দলটি জেগে উঠেছে। আওয়ামী লীগ গত ১৫ বছর বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করে সফল হয়নি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এবারও চক্রান্তকারীরা সফল হবে না।
প্রতিপক্ষের ষড়যন্ত্র মোকাবিলা করতে তথ্যপ্রযুক্তিতে দক্ষতার পাশাপাশি পড়াশোনার মাধ্যমে সব বিষয়ে জ্ঞান অর্জনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।
রেডিওটুডে নিউজ/আনাম