রোববার,

১৩ জুলাই ২০২৫,

২৯ আষাঢ় ১৪৩২

রোববার,

১৩ জুলাই ২০২৫,

২৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না: ডা. জাহিদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৭, ১৩ জুলাই ২০২৫

Google News
বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না: ডা. জাহিদ

বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ (রোববার, ১৩ জুলাই) দুপুরে সিলেট মহানগরীর পিটি আই মিলনায়তনে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সরকারের অভ্যন্তরে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে বলেই তাদের ডানে বামে অন্যায়কারীদের গ্রেপ্তার করা হচ্ছে না।’

মিটফোর্ডের ঘটনা প্রসঙ্গে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে।’

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে বিএনপি বহিষ্কারসহ সকল ধরনের প্রতিবাদ জানিয়েছে কিন্তু এখনো অনেককে গ্রেপ্তার করা হয়নি। এটা সরকারের ব্যর্থতা।’

এসময় তিনি আশ্বস্ত করেন বিএনপি অতীতেও অন্যায়কারীকে প্রশ্রয় দেয়নি, আগামীতেও দিবে না। সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

এসময় মহানগর বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের