মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

Radio Today News

ব্যবসায়ীর মাথা থেঁতলে হত্যা: এবার ৫ দিনের রিমান্ডে দুই ভাই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪২, ১৪ জুলাই ২০২৫

Google News
ব্যবসায়ীর মাথা থেঁতলে হত্যা: এবার ৫ দিনের রিমান্ডে দুই ভাই

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই ভাই রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, রাজীব ও সজীবকে বিকেলে আদালতে হাজির করে তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল রোববার ভোররাতে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে রাজীব ও সজীবকে আটক করা হয় বলে জানান নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

গ্রেপ্তার রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারী বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার টুনারচর এলাকার প্রয়াত ইউনুস ব্যাপারীর ছেলে। মামলায় রাজীব ১০ নম্বর এবং সজীব ৭ নম্বর আসামি।

গত বুধবার (১০ জুলাই) দুপুরে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদকে একদল লোক বেধড়ক মারধর করে। ইট-পাথরের টুকরা দিয়ে মাথা ও শরীরে আঘাত করে তাঁকে থেঁতলে ফেলা হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করে তার শরীরের ওপর লাফায় হামলাকারীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরদিন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম রাজধানীর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে নিন্দা ও উদ্বেগ তৈরি হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের