মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

Radio Today News

রেলপথ মন্ত্রণালয়েরও নির্বাহী ক্ষমতা পেলেন শেখ মইনউদ্দিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩২, ১৪ জুলাই ২০২৫

Google News
রেলপথ মন্ত্রণালয়েরও নির্বাহী ক্ষমতা পেলেন শেখ মইনউদ্দিন

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে তাকে রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করেছে। এর মাধ্যমে, শেখ মইনউদ্দিন এখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাশাপাশি রেলপথ মন্ত্রণালয়ের কাজেও সহায়তা করবেন।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তা করতে প্রধান উপদেষ্টা গত ৫ মার্চ শেখ মইনউদ্দিনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দিয়ে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন।

উল্লিখিত আদেশের অনুবৃত্তিক্রমে আগের আদেশের মতো রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তা করতে শেখ মইনউদ্দিনকে সমরূপ ব্যবস্থায় রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হলো। রুলস অব বিজনেস,১৯৯৬ এর রুল ৩ বি(আইআইএ) অনুযায়ী তাকে রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।

প্রসঙ্গত, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান একইসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের