মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

Radio Today News

বাড়লো উড়োজাহাজের ফুয়েলের দাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৫, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৩৭, ১৪ জুলাই ২০২৫

Google News
বাড়লো উড়োজাহাজের ফুয়েলের দাম

বেড়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। অভ্যন্তরীণ ফ্লাইটের বিদ্যমান দর ৯৩.৫৭ টাকা থেকে বাড়িয়ে ৯৮.০২ টাকা, এবং আন্তর্জাতির রুটের ফ্লাটের ফ্লাইটের জন্য লিটার প্রতি ৪ সেন্ট বাড়িয়ে ৬৪ সেন্ট করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষিত এই দাম রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। গত মে মাসে প্রথম জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি।

তখন বলা হয়েছিল প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। তার আগে পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে।

গত মে মাসে প্রথম দর ঘোষণার সময়ে অভ্যন্তরীণ রুটে লিটার প্রতি ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩.৫৭ টাকা এবং আন্তর্জাতিক রুটে ৭৫ সেন্ট থেকে কমিয়ে ৬০ সেন্ট নির্ধারণ করা হয়েছিল। বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে জেট ফুয়েল বিক্রির পরিমাণ ছিল ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ মে. টন। যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার ৩৩ মে. টনে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের