মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

Radio Today News

সাত মাসে ১৮৭৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৩, ১৪ জুলাই ২০২৫

Google News
সাত মাসে ১৮৭৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন

গত সাত মাসে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে ১৮৩ ব্যক্তি/প্রতিষ্ঠানের কর ফাঁকির প্রাথমিক তদন্তে ১৮৭৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে নবগঠিত আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট তার পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর সাত মাস অতিক্রম করেছে। নবগঠিত সংস্থা হিসেবে এ ইউনিটের জনবল ও লজিস্টিকজনিত বহুবিধ সীমাবদ্ধতা থাকার পরও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই হৃত রাজস্ব পুনরুদ্ধারসহ গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর ফাঁকি উদঘাটন করে আইনানুগ ও ন্যায্য রাজস্ব আদায় নিশ্চিত করতে অনুকরণীয় ও বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে জাতীয় গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই দপ্তরটি ডিসেম্বর, ২০২৪ হতে এ পর্যন্ত গত সাত মাসে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে ১৮৩ ব্যক্তি/প্রতিষ্ঠানের কর ফাঁকির প্রাথমিক তদন্তে ১৮৭৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির বিষয় উদঘাটন করেছে। উদঘাটিত রাজস্ব ফাঁকি হতে ৬৩ ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট হতে ইতোমধ্যে ২৩১টি এ-চালানের মাধ্যমে ১১৭ কোটি ৪৩ লক্ষ টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে সুনির্দিষ্ট কর ফাঁকির তথ্য পাওয়ায় শতাধিক ব্যক্তি/প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসমূহ অন্তর্বতীকালীন জব্দ করা হয়েছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট করদাতাদের স্বেচ্ছায় সঠিক কর প্রদানে উৎসাহিত করছে এবং একইভাবে কর ফাঁকিবাজ ও অর্থ পাচারকারীদের প্রতি স্পষ্ট বার্তা প্রদান করছে। যেকোনো ধরনের করফাঁকি ও বেনামি সম্পদ অর্জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট বদ্ধ পরিকর।   

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের রাজস্ব খাতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যাত্রা নৈতিক, প্রযুক্তিগত ও আইনগত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইতোমধ্যে অর্জিত সফলতা প্রমাণ করে, এই ইউনিটের কার্যক্রম কেবল রাজস্ব পুনরুদ্ধার নয়, করদাতাদের কমপ্লায়েন্স বৃদ্ধি ও কর সংস্কৃতি বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। 

এতে আরও বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, কর আদায়ে ন্যায্যতা ও জবাবদিহিতার মাধ্যমে জাতির সার্বিক অর্থনৈতিক উন্নয়নসহ অর্থনৈতিক বৈষম্য দূর করা সম্ভব। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ)-এর ক্রমবর্ধমান সক্ষমতা, প্রযুক্তিনির্ভরতা এবং দক্ষ মানবসম্পদ ভবিষ্যতে বাংলাদেশের শক্তিশালী রাজস্ব কাঠামো বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে জাতীয় রাজস্ব বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের