
বিশ্বখ্যাত চীনা দার্শনিক কনফুসিয়াসের জন্মস্থান ছুফু শহরে শুরু হয়েছে ১১তম নিশান ফোরাম অন ওয়ার্ল্ড সিভিলাইজেশনস। পূর্ব চীনের শানতোং প্রদেশে দুই দিনব্যাপী এই ফোরামের এবারের প্রতিপাদ্য-‘বৈচিত্র্যের সৌন্দর্য: বৈশ্বিক আধুনিকায়নের জন্য সভ্যতাগুলোর মধ্যে বোঝাপড়া ও সম্প্রীতির চর্চা।’
ফোরামে ৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৫৬০ জনের বেশি অতিথি অংশ নিচ্ছেন। আয়োজনের মধ্যে রয়েছে উচ্চপর্যায়ের সংলাপ, মূল প্রবন্ধ উপস্থাপন, সমান্তরাল আলোচনা এবং সাংস্কৃতিক বিনিময়।
নিশান ফোরাম বিশ্ব সভ্যতাগুলোর মধ্যে আন্তঃসাংস্কৃতিক সংলাপ, গবেষণা ও সহযোগিতার আন্তর্জাতিক মঞ্চ হিসেবে পরিচিত।
রেডিওটুডে নিউজ/আনাম