মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

Radio Today News

দুই স্ত্রীসহ সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৯, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ২১:৪৮, ১৪ জুলাই ২০২৫

Google News
দুই স্ত্রীসহ সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এবং তার দুই স্ত্রী মোছা. মমতাজ বিশ্বাস ও বেগম আশানুর বিশ্বাসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে উপপরিচালক মো. সাইদুজ্জামান আদালতে এই নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে তাদের নামে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, গোপন সূত্রে জানা গেছে—আবদুল লতিফ বিশ্বাস ও তার পরিবার দেশত্যাগ করে বিদেশে পালানোর এবং সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এতে করে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে আদালত তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ দিয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের