মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

Radio Today News

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৩, ১৪ জুলাই ২০২৫

Google News
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনতার স্রোত নেমে আসে।

সমাবেশ থেকে মিটফোর্ডে সংঘটিত নৃশংস ও পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে গোপন তৎপরতায় সক্রিয় একটি সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে ‘মব কালচার’ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাঁয়তারার বিরুদ্ধেও প্রতিবাদ জানায় বিএনপি।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রাখা হয়েছে। দলের শীর্ষ নেতা তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দেওয়া হলেও নেতাকর্মীরা উসকানিতে পা দেয়নি।

তিনি আরও বলেন, মব কালচারের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। কিন্তু একটি গুপ্ত সংগঠন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাম্পাসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আগামীতে যদি এ ধরনের ঘটনায় ক্যাম্পাস ‘ক্রস ইস্যু’ করা হয়, তাহলে এর দায়-দায়িত্ব সেই গুপ্ত সংগঠনকে নিতে হবে।

রাকিব আরো বলেন, গুটিকয়েক শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের ছবি এবং সম্মানহানি করেছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষে অবস্থান গ্রহণ করেনি। আমরা বিশ্বাস করি, ছাত্রসমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্ব অবশ্যম্ভাবী, সেটি ছাত্রসমাজ অনুভব করে বিধায় এ ফাঁদে পা দেয়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের