শুক্রবার,

১৮ জুলাই ২০২৫,

৩ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৮ জুলাই ২০২৫,

৩ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৯, ১৮ জুলাই ২০২৫

Google News
ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই বিশেষ কর্মসূচিতে প্রতিযোগিদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার (১৮ জুলাই) ম্যারাথনে অংশগ্রহণের বিষয়টি আসিফ মাহমুদের ফেসবুক পেজে এক পোস্টে নিশ্চিত করেছেন।

সকালে রাজধানীর শেরে বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। বিভিন্ন বয়সের দৌড়বিদরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ফেসবুক পোস্টে জানানো হয়, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ম্যারাথনে অংশগ্রহণকারী তরুণ দৌড়বিদরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। ম্যারাথনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের