বুধবার,

১৬ জুলাই ২০২৫,

১ শ্রাবণ ১৪৩২

বুধবার,

১৬ জুলাই ২০২৫,

১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনায় পাথর নিক্ষেপকারী গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২১, ১৬ জুলাই ২০২৫

Google News
মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনায় পাথর নিক্ষেপকারী গ্রেপ্তার

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার আসামি মো. রিজওয়ান উদ্দিন অভিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে পটুয়াখালীর ইটবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের তিন নম্বর গেইটে নৃশংসভাবে হত্যার ঘটনা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে জানতে পারে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মাহমুদুল হাসান মহিনকে ও পাশের একটি স্থান থেকে তারেক রহমান রবিন নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পরে আর সাত জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপি কমিশনার বলেন, একাধিকবার ইট ছুড়ে মারা ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। পরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার পটুয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো. রিজওয়ান উদ্দিন অভি। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত নয়জন গ্রেপ্তার রয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম বলেন, ‎নিহত সোহাগ বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সাবেক কমিশনার পিল্লুর ছত্রছায়ায় চুরাই তারের ব্যবসা করতো। ৫ আগস্টের পটপরিবর্তনের পর সোহাগ ভোল পাল্টে এদিকে আসে। বিগত ১৭ বছর ধরে সোহাগ এই ব্যবসা করতো। এরইমধ্যে আরেকটা গ্রুপ এই ব্যবসার সঙ্গে জড়িয়ে যায়। এতে দুই গ্রুপের মধ্যে একটা বিভেদ তৈরি হয়। মূলত ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই হত্যাকাণ্ডটি ঘটে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের