মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

Radio Today News

২৮ শিক্ষকের ২০ শিক্ষার্থী, পাস করেনি কেউ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৫, ১৪ জুলাই ২০২৫

Google News
২৮ শিক্ষকের ২০ শিক্ষার্থী, পাস করেনি কেউ

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দুই মাদ্রাসা থেকে কেউ পাস করে নাই। মাদ্রাসা দু’টিতে কর্মরত আছেন ২৮ জন শিক্ষক এবং পরীক্ষার্থী ছিল মাত্র ২০ জন।

মাদ্রাসা দু’টি হচ্ছে- কৃষ্ণপুর দ্বি-মূখী দাখিল মাদ্রাসা এবং তিলকপাড়া তফেজান নেছা দ্বি-মূখী দাখিল মাদ্রাসা।

বিষয়টি নিশ্চিত করে জেলা শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান জানান, কৃষ্ণপুর দ্বি-মুখী দাখিল মাদ্রাসা ১৯৮৫ সালে এমপিওভুক্ত হয়। কর্মরত আছেন ১৩ জন শিক্ষক। দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল ৭ জন পরীক্ষার্থী। তাদের একজনও পাস করেনি। 

অপরদিকে ১৯৯৪ সালে এমপিওভুক্ত হওয়া তিলকপাড়া তফেজান নেছা দ্বি-মুখীদাখিল মাদ্রাসায় কর্মরত আছেন ১৫ জন শিক্ষক। দাখিল পরীক্ষার্থী ছিল ১৩ জন। তাদের একজনও পাস করেনি।

মাদ্রাসা দু’টির একাধিক অভিভাবকের অভিযোগ, শিক্ষকরা সময়মত মাদ্রাসায় আসেন না। এবং ক্লাস হয় না। এ কারণে ফলাফল এ রকম হয়েছে।

এ ব্যাপারে কৃষ্ণপুর দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার মোঃ হারুন-অর-রশীদ জানান, তার প্রতিষ্ঠানের ফলাফল তিনি এখনও দেখেননি। এই বলে ফোন কেটে দেন।

তিলকপাড়া তফেজান নেছা দ্বি মুখী দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।

জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, এ দু’টি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার ব্যাপারে বোর্ড থেকে নোটিশ দেওয়া হবে। এছাড়া বিষয়টি তিনি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের